সুবর্ণ মাত্রায় মোস্তফা মামুন (হার্ডকভার) | Suborno Matray Mustofa Mamun (Hardcover)

সুবর্ণ মাত্রায় মোস্তফা মামুন (হার্ডকভার)

সাংবাদিক ও কথাসাহিত্যিক মোস্তফা মামুনের ৫০ বছর পূর্তি সংকলন

৳ 1,000

৳ 850
১৫% ছাড়
Quantity

0

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

বই সংক্ষেপ
লেখক

১৯৯৫ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ার সময় থেকেই পেশাদার সাংবাদিকতা শুরু। তখনকার ভোরের কাগজ ক্রীড়া সাংবাদিকতায় নিয়ে এসেছিল নতুন মাত্রা। তার অংশীদার হিসেবে তিন বছর কাটানোর পর যোগ দেন নতুন প্রথম আলোয়। তারপর যায়যায়দিন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর পথচলা শুরু করেন কালের কণ্ঠের সঙ্গে। কালের কণ্ঠ খেলার সংবাদ প্রকাশে নিয়ে এসেছিল ভিন্ন ধারা। দেশে প্রথমবারের মতো কোনো দৈনিক বের করে খেলার চার পৃষ্ঠা। ২০১৪ সালে হন উপ-সম্পাদক, খেলার জগৎ ছেড়ে কাজ শুরু করেন আরও বড় ক্ষেত্রে।
এক যুগ কালের কণ্ঠে কাটিয়ে দেশ রূপান্তরে যোগ দেন নির্বাহী সম্পাদক হিসেবে। কয়েক মাস পর দায়িত্ব নেন সম্পাদকের। খেলাধুলার সাংবাদিক থেকে পত্রিকার সম্পাদক হওয়া বাংলাদেশে বিরল ব্যাপার, তিনি এই ক্ষেত্রে অগ্রসৈনিক। খেলার রিপোর্টিংয়ে সাহিত্যের সংযোগ ঘটানো এবং ধারালো বিশ্লেষণের কারণে তার লেখা ছিল অন্যরকম আকর্ষণের। দেশ-বিদেশের মাঠ থেকে তার লেখা পড়ার জন্য উন্মুখ থাকতেন পাঠকরা। সংগত কারণেই এই ক্ষেত্রে পেশাগত সাফল্যও ছিল। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার হন যখন, তখন অনার্সের গণ্ডিই পার হননি।
ক্রীড়া সাংবাদিকতার পরিচিতির কারণে অনেক ক্ষেত্রেই আড়ালে পড়ে যায় তার সাহিত্যিক পরিচয়। অথচ তার অনুরক্ত পাঠকের কাছে সেটাই মূল পরিচিতি। মোস্তফা মামুনের কিশোর উপন্যাস মন্ত্রমুগ্ধ করে রেখেছে গত দুই দশকের ছোটদের। 'ক্যাডেট নাম্বার ৫৯৫', 'বামহাতি বাবলু', 'বাবাবিরোধী কমিটি', 'ম্যাজিক বয়'-এর মতো বইগুলোর পাশাপাশি লিখেছেন 'তনু কাকা সিরিজ', যা গোয়েন্দাভক্ত কিশোরদের পাঠ্যতালিকায় আছে ওপরের দিকেই। লিখেছেন, 'আনন্দনগর এজপ্রেস', 'ফ্রেন্ডস ক্লাব', 'রিমি আজ চলে যাবে', 'কোটিপতি বদরু ভাই'-এর মতো বড়দের মনোযোগ পাওয়া উপন্যাসও। সব মিলিয়ে বইয়ের সংখ্যা শতাধিক। একসময় প্রচুর টিভি নাটকও লিখেছেন, টক শোতেও আছে সরব উপস্থিতি।
বন্ধু-আড্ডা এসব নিয়ে মেতে থাকতে পছন্দ বলে যুক্ত ছিলেন বহু সংগঠনে। নেতৃত্বও দিয়েছেন। দুই মেয়াদে সভাপতি ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের, সাধারণ সম্পাদক ছিলেন ওল্ড ক্যাডেটস অ্যাসোসিয়েশন অব সিলেটের।
জন্ম মৌলভীবাজারের চা বাগানঘেরা উপজেলা কুলাউড়ায়। সেখানে প্রাথমিক শিক্ষার পাঠ শেষে সিলেট ক্যাডেট কলেজের আনন্দময় পরিবেশে কেটেছে শৈশব। সেখান থেকে ম্যাট্রিক পাস করার পর এইচএসসি পড়েছেন কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স-মাস্টার্স। কিন্তু আইনজীবী আর হওয়া হয়নি। খেলা আর লেখার নেশায় আইনের জগৎ রয়ে গেছে দূরেই।
স্ত্রী ড. হুমায়রা ফেরদৌস আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান। একমাত্র সন্তান ৭ বছর বয়সী ছেলে ফাহমিদ ফেরদৌস মোস্তফা (গৌরব)।
ছোট ভাই মোস্তফা মহসিন পেশায় অ্যাডভোকেট। একমাত্র বোন ফাহমিদা শারমিন সুমি মারা গেছেন ২০০৮ সালে। মা ফয়জুন নাহার বেগম অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান ছিলেন শিক্ষক।

Title:সুবর্ণ মাত্রায় মোস্তফা মামুন (হার্ডকভার)
Publisher: অনন্যা
ISBN:9789849948414
Edition:1st Published, 2025
Number of Pages:344
Country:Bangladesh
Language:Bengali
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0